system-design-bangla

Short Polling

এটি এক প্রকারের Polling, যেখানে ক্লায়েন্ট একটি সময় পর পর সার্ভারকে রিকোয়েস্ট করবে সার্ভার সেই রিকোয়েস্ট এর রেসপন্স করবে, সার্ভারের কাছে যদি সেই ডেটার রেসপন্স না থাকে তাহলে empty response পাঠাবে।

short-polling

Long Polling

এখানে ক্লায়েন্ট একটি সময় পর পর সার্ভারকে রিকোয়েস্ট করবে সার্ভার সেই রিকোয়েস্ট এর রেসপন্স করবে, এখন যদি সার্ভার এর কাছে রেসপন্স না থাকে তাহলে সার্ভার একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করবে নির্দিষ্ট সময়ের ভিতর সার্ভারে ডেটা আসে তাহলে ডেটা সার্ভার রেসপন্স আকারে ক্লায়েন্ট কে দিয়ে দিবে না হয় অপারেশন Timeout হয়ে যাবে,তখন ক্লায়েন্ট আবার নির্দিষ্ট সময় পর সার্ভারকে রিকোয়েস্ট করবে।

long-polling