Back of the Envelop Estimation বের করতে আমাদের একটি Cheat Sheet মনে রাখতে হবে,
x Million users * y KB = xy GB
উপরের ফর্মুলা ব্যবহার করে আমরা কিছু Estimations বের করতে পারি,
আমরা এখন ফেইসবুক এর Storage Capacity Estimation বের করতে পারি।
ধরি ফেসবুক এর DAU(Daily Active User) ১০ Billion।
Daily Active User যদি গড় ১ টি করে post করে তাহলে প্রতিটি post ধরে নি 1kb
উপরের চার্ট অনুযায়ী billion এর ৯ টি zeros আর kb এর ৩ টি zeros মোট ৯ + ৩ = ১২, ১২ টি zeros মানে trillion আর ১০ * ১ মানে ১০।
(10 Billion * 1 kb) = 10 trillion
storage এর পরিমান দাঁড়ায় ১০ trillion।
আমরা এখন ফেইসবুক এর Traffic Estimation বের করতে পারি।
প্রতিটি user গড় ৪ টি করে read অপারেশন এবং ২ টি করে write অপারেশন করছে।
(10 Billion * 6 queries) / 86400 = ~700000
প্রতি সেকেন্ডে ফেইসবুককে গড় ৭০০০০০ রিকোয়েস্ট প্রসেস করতে হচ্ছে।